"ঝিনুক" হচ্ছে লক্ষীপুর গ্রামের একঝাক তরুণদের উদ্যোগে গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা। লক্ষীপুর গ্রামটি ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার সীমান্তবর্তী একটি গ্রাম। নবগঙ্গা নদী বিধৌত বর্তমান ঝিনাইদহের ঐতিহাসিক নাম ছিলো ঝিনুকদহ। তারই স্মৃতিসরুপ আমাদের সংস্থাটির নাম "ঝিনুক" রাখা হয়েছে।
তাছাড়া প্রাকৃতিক ঝিনুকের বুকে যেমন মুক্তার জন্ম হয়। একই ভাবে আমাদের সংস্থাও তার সদস্যদের মুক্তার মতই মূল্যবান করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। তাই আমাদের সংস্থাটির নাম ঝিনুক রাখা হয়েছে।
No comments:
Post a Comment